সারাদেশ
সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে রিফাতের সৌজন্য সাক্ষাৎ

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্ম্দ গিয়াসউদ্দিনের পক্ষে সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম মুহাম্ম্দ কায়সার রিফাত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সাদিপুর, জামপুর ও বারদী ইউনিয়নে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে কায়সার রিফাত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং যাকে ধানের শীষের নমিনেশন দেওয়া হবে তার পক্ষে সকলকে কাজ করতে আহ্বান জানান কৃষকদলের এ নেতা।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, কৃষকদল নেতা নাজমুল হাসানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।