সারাদেশ

সোনারগাঁয়ে ধানের শীষে ভোট চেয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ

সোনারগাঁয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে জনগনকে উৎসাহিত করতে গনসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আদমপুর ৩ নং ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

গণসংযোগ এর উদ্দেশ্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন পৌরসভার আদমপুর ৩ নং ওয়ার্ডে পৌঁছালে পৌর বিএনপি ও বিএনপি’র নেতাকর্মীবৃন্দ তাকে বরণ করে নেন। এ সময় মুহাম্মদ গিয়াসউদ্দিনকে একনজর দেখার জন্য রাস্তার দুই ধারে নারী পুরুষ শিশু সহ অসংখ্য লোকের ভিড় জমে যায়। এ সময় তারা হাততালি দিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে শুভেচ্ছা জানান।

গণসংযোগ এর মধ্যে দিয়ে রাস্তায় চলমান সাধারন জনগনের সাথে কুশল বিনিময় করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় সাধারন জনগনকে ধানের শীষে ভোট দিতে আহব্বান জানান তিনি।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মুহাম্ম্দ সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিনসহ প্রমুখ। 

স্থানীয় নেতারা মনে করছেন, তৃণমূল পর্যায়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের এই ধারাবাহিক যোগাযোগ জনগণের আস্থা ও সমর্থনকে আরও সুদৃঢ় করবে। ফলে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

Back to top button