সারাদেশ

সোনারগাঁয়ে ডেঙ্গু সচেতনতায় লিফ‌লেট বিতরণ

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। নারায়ণগঞ্জ সোনারগাঁসহ হাসপাতালগুলো ভর্তি ডেঙ্গু রোগী দিয়ে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক সহয়োগিতায় সোমবার (৭ আগষ্ট) সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক বার্তা ও লিফলেট প্রচারণা করা হয়।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমানে ডেঙ্গু মশার কামড়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং মৃত্যুও বরণ করছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আমাদের এখনই সচেতনতা গড়ে তোলা জরুরী। মানুষকে সচেতন ও সতর্ক করে তুলার জন্য পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি একটি ভালো উদ্যোগ নিয়েছে।

সকলের কাছে অনুরোধ থাকবে আপনার বাড়ির আশেপাশের ডুবা, জলাশয় ও ময়লা আবর্জনার স্থানগুলো পরিষ্কার করে রাখবেন। যাতে করে ডেঙ্গু মশা তৈরি হতে না পারে। কারণ এই বিষাক্ত মশার কামড়ে আপনার সুন্দর জীবন শেষ হয়ে যেতে পারে। তাই সকলেই সতর্ক থাকুন।

Back to top button