সারাদেশ

সোনারগাঁয়ে গাঁজাসহ নারী আটক

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর নাম হাফছা (২০)। সে কসবা থানার শেখ ধনের স্ত্রী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় এক নারী সন্দেহজনকভাবে হেঁটে চেকপোস্টের দিকে আসলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদক জব্দ তালিকাভুক্ত করে অভিযুক্ত হাফছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Back to top button