সারাদেশ

সোনারগাঁয়ে গাঁজাসহ আটক ১

সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুরান আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নগদা শিমলা ইউনিয়নের রামপুর চৈতিলা এলাকার রাজু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে চট্ট. মেট্রো ব-১৪-৮৭৪ নম্বরের যাত্রীবাহী পরিবহনে তল্লাশির সময় জুরান আলী গাঁজাসহ বাস থেকে নেমে দৌড় দিলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Leave a Reply

Back to top button