সারাদেশ

সোনারগাঁ সিদ্ধিরগঞ্জকে সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় গিয়াসউদ্দিনের

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সোনারগাঁ বিএনপির ঘাটি। এখানে আপনারা বহুবার ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এখান থেকে আপনারা এমপি-প্রতিমন্ত্রী বানিয়েছেন। এজন্য সোনারগাঁয়ের ঐতিহাসিক ঐতিহ্যের সাথে বিএনপির একটা ঐতিহ্য সম্পৃক্ত হয়ে সোনারগাঁকে আরও সমৃদ্ধশালী করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

গিয়াসউদ্দিন আরও বলেন, সোনারগাঁয়ের সুনাম সুখ্যাতি নারায়ণগঞ্জ জেলাব্যাপী। আমরা এতদিন নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকায় ছিলাম। এখন সোনারগাঁয়ের সাথে সিদ্ধিরগঞ্জকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এখন দুই ভাই আরও শক্তিশালী। ইনশাল্লাহ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ মিলে আমরা ৩ নির্বাচনী এলাকাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো। উন্নয়ন অগ্রগতি দিয়ে জনগনের প্রত্যাশা পূরণে আমরা সচেষ্ট থাকবো। 

এসময় তিনি তার বক্তব্যে এ আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে বিজয়ী ও ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান। 

নোয়াগাঁও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।

আরও উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, থানা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, এমদাদুল হক দিপু, আপেল মাহমুদসহ প্রমুখ। 

 

Back to top button