‘সেলিম ওসমানের প্রেসক্রিপশনে আইনজীবী সমিতিতে বিশৃঙ্খলায় শিল্পপতি মাসুদ’

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের কড়া সমালোচনা করে মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারা আইনজীবী সমিতিতেও বিশৃঙ্খলা করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে এবং সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে। যারা ‘মেইড ইন নারায়ণগঞ্জ’ বলেন, তারা যদি বিএনপির হয়ে থাকেন, তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন? আমাদের কাছে খবর আছে আপনি ফোন করে বিদ্রোহী প্যানেলের পক্ষে ভোট চাইছেন। তার প্রমানও আছে আমাদের কাছে। আমরা প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তারেক রহমানের কাছে বলবো। আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো অপশক্তি আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না।
সাখাওয়াত আরও বলেন, ১৫ বছর যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যাকেই এমপি নমিনেশন দেওয়া হবে, আমরা তাকেই মেনে নেব। কিন্তু কোনো বহিরাগত, কোনো শিল্পপতিকে আমরা মেনে নেব না। সেই শিল্পপতিরা আজকে আইনজীবী সমিতির নির্বাচনে বিভেদ সৃষ্টি করতে চায়। আপনারা সজাগ থাকবেন। তাদেরকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিবো।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আদালতপাড়ায় আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেল নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির এবং অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান পরিষদের জমজমাট প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
প্যানেলে রয়েছেন—সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ, সদস্য আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।
উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার তিন প্যানেলের ১৭ পদে লড়বেন ৪৯ প্রার্থী।