সারাদেশ

সুযোগ কাজে লাগাতে পারলে একান্ন বছরেও ফ্যাসিবাদ আর চেপে বসতে পারবে না : মনির কাসেমী

সুযোগ কাজে লাগাতে পারলে একান্ন বছরেও ফ্যাসিবাদ আর চেপে বসতে পারবে না : মনির কাসেমী

স্টাফ রিপোর্টার (Somoysokal) বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, “সুযোগ কাজে লাগাতে পারলে আগামী একান্ন বছরেও ফ্যাসিবাদ আর আমাদের ওপর চেপে বসতে পারবে না। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে খেজুর গাছে ভোট দেওয়ার এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর।”

 

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় নারায়ণগঞ্জের আলীরটেক গঞ্জকুমারিয়া ৩ নম্বর ওয়ার্ড আয়োজিত একটি ক্লাবের উদ্বোধনপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মনির কাসেমী বলেন, “আমরা গত ১৭ বছর ধরে নির্যাতন, গ্লানি ও বঞ্চনার শিকার হয়েছি। তবুও আমরা মাথা নত করিনি। আজ আল্লাহ আমাদের সামনে একটি বড় সুযোগ এনে দিয়েছেন। এখন কথা নয়—এখন শুধু কাজ করার সময়।”

 

তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ একটাই—শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া। কোনো মারামারি নয়, কোনো কাটাকাটি নয়। সেদিন হবে একটি ঐতিহাসিক বিপ্লব—খেজুর গাছে সিল মারার বিপ্লব।”

 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সিল মারো ভাই, সিল মারো—খেজুর গাছে সিল মারো। খেজুর গাছে দেওয়া প্রতিটি ভোট ধানের শীষকে শক্তিশালী করবে। ধানের শীষ জিতলেই বিএনপি ক্ষমতায় আসবে, আর তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।”

 

মনির কাসেমী বলেন, “তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে শুধু একটি আসন নয়, দেশের সব ৩০০ আসনেই খেজুর গাছ ও ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সহায় হবেন।”

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Back to top button