সারাদেশ

সীমানা পুনর্নির্ধারণে গিয়াসউদ্দিন ‘জনগণের কল্যাণ হলে স্বাগতম জানাবো’

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের কারিগরি কমিটির প্রস্তাবনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

তিনি বলেন, জনগণের এ বিভক্তির কারণে যদি কল্যান ও সুবিধা হয়; তাহলে আমাদের মতো কিছু নেতার যদি অসুবিধা হয় তাতে যায় আসে না। আমি নেতা হতে চাই এমপি হতে চাই তবে জনগণ চায় সেবা ও উন্নয়ন। জনগণের জন্য যদি এটা কল্যানকর হয় তাহলে আমরা এটাকে স্বাগতম জানাবো। নিজের ব্যক্তিস্বার্থ ত্যাগ করবো। আর যদি জনগণের অকল্যানকর হয় তাহলে তারা আবেদন জানাবে। 

শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে চা আড্ডা শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। এসময় সিদ্বিরগঞ্জ থানা ও ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসন। ২০০১ সালে ফতুল্লা সিদ্বিরগঞ্জ আলীরটেক গোগনগর নিয়ে একটা নির্বাচনী এলাকা ছিলো। আমরা নির্বাচন করেছি এবং বিজয় লাভ করেছি। স্বাধীনতার পর থেকে যারা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছে সকলের কাজের পরিমাণ আর আমাদের কাজের পরিমাণ অনেক তফাৎ। আমি চাঁপাবাজি করছি না সরেজমিনে গিয়ে অংক করে দেখিয়ে দিতে পারবো। 

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হয়েও পাঁচটি আসনে কাজ করছেন বলে জানান গিয়াসউদ্দিন। বলেন, বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে। তারেক রহমান ও ম্যাডাম অনেক কিছু দিয়েছে। এখন আমার দেওয়ার পালা। ৫টি আসনে যারা মনোনিত প্রার্থী হবে তাদের পক্ষে আমি এখনি কাজ করছি। যাতে তারা বিজয়ী হতে পারে সে লক্ষ্যে কাজ করছি এবং আপনাদেরকেও নির্দেশ দিয়েছি। 

Leave a Reply

Back to top button