সারাদেশ
সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৭

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আরও ১ জনের মৃত্যুূ হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৭ জন মারা গেলেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৩৫) মারা যান।
শনিবার (৩০ আগস্ট) বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ বলেন, আসমার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে আসমার ১১ বছরের মেয়ে মুনতাহা (৮) চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার বিস্ফোরণে দগ্ধ নারী শিশু সহ ৮জন বার্ন ইনস্টিটিউটের এসেছিল।