সিদ্ধিরগঞ্জে ইয়াতুননেছা ফাউন্ডেশনের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের মায়ের নামে পরিচালিত সিদ্ধিরগঞ্জে ইয়াতুননেছা ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুল মান্নান মনার বিরুদ্ধে। এ ঘটনায় গিয়াসউদ্দিনের ভাতিজা নাজমুল হোসেন সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আব্দুল মান্নান মনা (৫৮), মনার ছেলে ফয়সাল (৩৫), আশিক (৩৩), রুবি (৩৫), শামীম হোসেন (৪০) ও রুবেল (৩২)।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, আমার চাচা গিয়াস উদ্দিনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ওমরপুর সাকিনস্থ ইয়াতুন নেছা ফাউন্ডেশনের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। উক্ত প্রতিষ্ঠানটি আমার চাচা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত পরিচালনা করে আসছে। উক্ত প্রতিষ্ঠান দখলের জন্য অভিযুক্তরা বিভিন্নভাবে পায়তারা করে আসছে। এছাড়াও আমাদের মধ্যকার বিরোধটি নিয়া স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
নাজমুল অভিযোগ করেন, ১৩ অক্টোবর সোমবার সকালে অভিযুক্তরা প্রতিষ্ঠানটি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে। আমি খবর পেয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করলে, তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আমি গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদীদের সাথে আমার তর্কবিতর্ক হয় এবং একপর্যায়ে বিবাদীরা আমাকে মারমুখী আচরণ করে। আমি চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে হুমকি দেয়। বলে আমরা জোরপূর্বক তোর দখলীয় জমি দখল করিয়া ঘর নির্মাণ করিব। যদি তোরা কেউ বাঁধা দিতে আসিস, তাহলে তোদের খুন করে লাশ গুম করিয়া ফেলবো।
তিনি আরও জানান, বিষয়টি আমার চাচাসহ পরিবারের লোকজনের সহিত আলোচনা করে থানায় অভিযোগ করতে বাধ্য হলাম।