সারাদেশ

সারা নারায়ণগঞ্জে ব্যানার-ফেস্টুনের রাজনীতি হচ্ছে : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, সারা নারায়ণগঞ্জে ব্যানার-ফেস্টুনের রাজনীতি হচ্ছে। আমরা বোধহয় আমাদের রাজনীতি কেবল ব্যানার-ফেস্টুনের রাজনীতিতেই সীমাবদ্ধ করে রেখেছি। আমরা কিন্তু মানুষের কাছে যাচ্ছি না। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার অনেক কাজ করেছে, তা বলে শেষ করা যাবে না। সামাজিক সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের কাজ করেছে। আমার অনুরোধ থাকবে, এইসব কথা মানুষের সামনে তুলে ধরবেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে শহরের দুই নম্বর গেট এলাকায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যার শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে এ শোকসভার আয়োজন করা হয়। এই সময় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান, আদিনাথ বসু, আব্দুল কাদির, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, সদস্য শহিদুল্লাহ মিয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ প্রমুখ।

Back to top button