সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগে পোড় খাওয়া নেতা চান ইঞ্জিনিয়ার মাসুম
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, সবাইকে বলেছি সাংগঠনিক ও সুশৃঙ্খলভাবে যার যার মতো শোডাউন করতে। আশা করছি ১৫-২০ হাজার লোক সেদিন উপস্থিত থাকবে। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হলেও সেদিন আওয়ামী লীগের নেতারা সম্মেলন দেখতে যাবে। কারণ সামনে আমাদের ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান হবে। আমাদের উদ্দেশ্য হলো গনতন্ত্র বজায় রাখা, আরেকটি গ্রুপ চাচ্ছে গনতন্ত্রকে ধ্বংশ করা। যেহেতু থমথমে বিরাজে সারা দেশব্যাপী আমরা সেদিন ঐক্যবদ্ধভাবে সম্মেলনটা করতে চাই।
রোববার (১৬ জুলাই) রাতে মুঠোফোনে এক কথোপকথনে এ প্রতিবেদককে একথা বলেন তিনি।
স্বেচ্ছাসেবক লীগে কেমন নেতৃত্ব চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দুর্দিনে ছাত্রলীগ করেছে পোড় খাওয়া নেতা ও সামনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে এবং যাদের সাংগঠনিক দক্ষতা বেশি এমন একজন লোককে প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে চাই। কেন্দ্রীয় কমিটির ব্যাপার কোন কর্মী শক্তিশালী তবে আমাদের মতামত থাকবে। সম্মেলনের দিন বলতে পারবো কি হচ্ছে আসলে। এখানে আমাদের হস্তক্ষেপ নেই কেন্দ্রীয় কমিটি ভালো বুজবে কাদের হাতে নেতৃত্ব দিবে।
আগামী ১৭ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।