সন্ত্রাসীমুলক কাজ করে নির্বাচন বন্ধ করা যাবে না : ইসি
সন্ত্রাসী মুলক কাজ করে নির্বাচনকে বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের লাখ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আমরা আশা করি এবার ভালো ভোট উপস্থিতি হবে। এবার অনেক প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ভালো প্রতিযোগীতা হবে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, বাংলাদেশের নির্বাচনের অবস্থা ভালো আছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে এবং জাতি অত্যন্ত উৎসবের সাথে নির্বাচনে অংশগ্রহন করবে।
তিনি আরও বলেন, আমাদের এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সব নির্বাচনেই ভোটের দিন ব্যালট বক্স পাঠানো হয়েছে। অন্তত এই কথা কেউ বলার সুযোগ পাবে না, যে আগের রাতেই ভোট হয়েছে। আপনারা বিনা দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। স্বাধীন ভাবে ভোট দিবেন।
এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।