সারাদেশ

সড়ক সংস্কারের জন্য গিয়াউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি পেশ

ফতুল্লা থানার ঢাকা-পঞ্চবটী-মুন্সিগঞ্জ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার বঞ্চিত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বেহাল সড়ক ও বিশাল খানাখন্দের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, সড়ক দুর্ঘটনার প্রবল শঙ্কাও ক্রমশ বাড়ছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী এবং গর্ভবতী নারী ও জটিল রোগীরা বিশেষ কষ্টে রয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যার পর ঢাকা-পঞ্চবটী-মুন্সিগঞ্জ সড়কে যাত্রীদের ভিড় জমে যায়, গর্তের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এদিকে, মঙ্গলবার ১৯ আগস্ট নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ তেঁজগাও অফিসে একটি স্মারক লিপি জমা দিয়েছেন।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা থানার ঢাকা-পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়কটি ঢাকা সড়ক বিভাগের আওতাধীন। এই রাস্তাটির পঞ্চবটির মোড় থেকে কাশিপুর ইউনিয়ন এলাকা পর্যন্ত দীর্ঘদিন যাবৎ প্রায় চলাচল অযোগ্য। ফলে শিল্প সমৃদ্ধ ও ঘনবসতি এই এলাকায় চলাচলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সড়কটির উল্লেখিত স্থানের কার্পেটিং গত দুই বছর পূর্বেই উঠে গিয়ে যততত্র খানা-খন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়। এবড়ো-থেবড়ো এই সড়কটি এখন পুরোপুরি কর্দমাক্ত। এ সড়কে যান চলাচলের পাশাপাশি মানুষের হেঁটে চলাও দুঃসাধ্য। এখানে বিসিক শিল্প নগরীতে ছোট-বড় প্রায় তিন-চারশ গার্মেন্টসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কয়েক লাখ শ্রমিক কর্মরত। এছাড়াও বাংলাদেশের রাজস্বখাতে এই বিসিক থেকে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। জনস্বার্থে অবিলম্বে এই রাস্তাটি মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধানসহ প্রমুখ। 

Leave a Reply

Back to top button