সারাদেশ

সংসদে বক্তব্যেই ‘গ্যাস-ব্রিজ’ চাইলেন কায়সার হাসনাত

দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যের সুযোগ পেয়ে সংসদে দুইটি দাবি উত্থাপন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে কায়সার হাসনাত এই দাবি তুলে ধরেন।

কায়সার বলেন, বিগত ১০ বছরে সোনারগাঁয়ে আমাদের কাঙ্খিত উন্নয়ন হয়নি। প্রাচীন বাংলার রাজধানী হলো আমাদের সোনারগাঁ। আমি যখন গনসংযোগে গিয়েছিলাম মা-বোনদের দাবি ছিলো গ্যাস চাই। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলতে চাই, আমাদের মা-বোনদের যে আশাটি পূরণ করে দিবেন।

তিনি বলেন, আমাদের চর অঞ্চল দুইটি। একটি হলো চর কিশোরগঞ্জ-চর হোগলা ও আরেকটি ঐতিহ্যবাহী বারদীর নুনেরটেক। সেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য একটি ব্রিজ স্থাপন করার দাবি উঠেছে। আমাদের মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। 

কায়সার আরও বলেন, সোনারগাঁকে এখন গ্রাম বলা যায় না; এখন সোনারগাঁ উপশহরে পরিণত হয়েছে। সেখানে চার চারটি ইকোনোমিক জোন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। সেই ইকোনোমিক জোনের রাস্তার মধ্য দিয়ে যখন ভারি যানচলাচল করে এখন সময় এসেছে এগুলোকে কিছু প্রশস্ত করা ও আরসিসি ঢালাই করা উচিত। 

Back to top button