সারাদেশ

শ্রম আদালতের কার্যক্রমের স্থান শ্রম দপ্তর ভবনে

শিল্পাঞ্চল খ্যাত শ্রমিক অধ্যুষিত এলাকা বা প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে শ্রম আদালতের কার্যক্রমের স্থান অস্থায়ী ভাবে পরিবর্তন করার সিদ্বান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের আজমেরীবাগ এলাকার ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশন সংলগ্ন শাহজাদা ভবনে শ্রম আদালতের কার্যক্রম চললেও তা পরিবর্তন করে এবার চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রমদপ্তর ভবনের ৪র্থ ও ৫ম তলায় এটি স্থানান্তর করা হবে।

এজন্য সোমবার (১ জুলাই) সকাল ১১টায় ওই ভবনের ৪র্থ ও ৫ম তলা পরিদর্শন করেন জেলা শ্রম আদালতের বিচারক কিরন সংকর হালদার ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

এসময় বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি ও শ্রম আদালতের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈলসহ শ্রম আদালত, শ্রম অধিদপ্তর এবং বিকেএমইএ’র বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়; কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ এই চারটি জেলা নিয়ে বিচার কার্যক্রম চলবে। চারটি জেলার বিচার প্রার্থী শ্রমিক ও মালিক এখানে এসে মামলা পরিচালনা করবেন।

Back to top button