সারাদেশ

শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগী গ্রেপ্তার

রূপগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা, নগদ টাকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)। এ সময় সাব্বির ও মামুনসহ কয়েকজন সহযোগী পালিয়ে যান।

পূর্বাচল সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর ইরতিজা জানান, গ্রেপ্তার পাঁচজন মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ এবং সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া শ্যুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী একপ্রকার জিম্মি হয়েছিল। আসামিদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রিয়াজ বাহিনীর গ্রেফতার সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button