সারাদেশ

র‌্যাবের জালে মাদকসহ ৩

ফতুল্লায় অভিযান চালিয়ে তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দেওভোগ নুর মসজিদ সংলগ্ন বাঁশমুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে র‍্যাব-১১ এর পক্ষ থেকে গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নুর মসজিদ সংলগ্ন জুয়েল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে খোকন, মৃত সেকেন্দারের ছেলে শাহীন এবং শাজাহান মোল্লার ছেলে নাজমুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম জানান, র‍্যাবের মাধ্যমে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Back to top button