সারাদেশ

রূপগঞ্জে দেশীয় পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার

রূপগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল, সুইচ গিয়ার চাকু ও মোবাইল সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর গভীর রাতে কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামীর নাম এনামুল হক (২০)। সে পেরালের ছেলে। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত (ওসি) মোক্তার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র বহন করে আসছিল এবং স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে (৫ অক্টোবর) গভীর রাতে রূপগঞ্জ থানা পুলিশ কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই যুবককে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি পিস্তল ৯.৫ ইঞ্চি ,সুইজ গিয়ার চাকু (ধাঁড়ানো অস্ত্র) লম্বা ৯ ইঞ্চি এবং আইটেল কোম্পানির পুরাতন স্মার্টফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Back to top button