সারাদেশ

রুপগঞ্জে বাবু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনের জনের ফাঁসি ও ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষনা করেন।  একজন ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর নাম তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। সে সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: মিজান (৩৫), মোহাম্মদ আলী (৩৮), আব্দুল লতিফ (৬৫), হানিফ (৩৬), সোহেল (৫০), সবুজ (৩৫), মিলন (৪১), সেলিম (৪৩), গোলজার (৩৯), লেদা ফারুক (৪০), রাসেল (৪০), মোমেন (৩৮), সাদ্দাম, শাহীন (৩৯), রুহুল আমিন (৩৮), আবুল (৩৮) ও পণ্ডিত (৪৩)। এরমধ্যে মোহাম্মদ আলী ছাড়া বাকিরা পলাতক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড নিয়েছেন আদালত। একই মামলায় ৬ জন খালাস পেয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ভিপি সোহেলের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা। এ ঘটনায় নজরুলের বাবা জালালউদ্দিন বাদী হয়ে সোহেলসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Leave a Reply

Back to top button