সারাদেশ

রাজনীতিতে কখনো পদ-পদবীর লোভ করিনি: এটিএম কামাল

বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং জুলাইয়ে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার কায়েস রোমেল।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, বিএনপি ও সমমনা প্রয়াত অভিভাবকদের স্মরণে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। জুলাইয়ের আহতদের রোগমুক্তি ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। এ আয়োজন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং আন্তরিকতার জায়গা থেকে করেছি। রাজনীতিতে কখনো পদ-পদবীর লোভ করিনি, গণতন্ত্রের জন্যই রাজপথে ছিলাম এবং থাকব। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক।

 

Leave a Reply

Back to top button