রনির অর্থায়নে দ্বিতীয় দিনেও চলছে খাল খনন-পরিষ্কার

ভেকু লাগিয়ে দ্বিতীয় দিনেও চলছে খাল পরিষ্কারের কাজ। ১১ আগষ্ট ফতুল্লা ডিএনডি এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
এর আগে, গত ১০ আগষ্ট ভেকু লাগিয়ে প্রথম দিনের খাল পরিষ্কারের কার্যক্রম উদ্ধোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নিজস্ব অর্থায়নে ভেকু লাগিয়ে খাল পরিষ্কারের কার্যক্রম উদ্ধোধন করেন।
রনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের সমস্যা সমাধান করার চেষ্টা করছি। যারা দীর্ঘ ১৭ বছর কাজের প্রতিশ্রুতি দিয়েছিলো তারা বাস্তবে দেখাতে পারে নাই। তক্ষন না পযর্ন্ত গাবতলী, উত্তর মাসদাইর, লালপুর, টাগারপাড়, পৌষাপুকুর পার, বাজার রোড, ইসদাইর ও মাসদাইরে পানি বের না হবে ততক্ষন পযর্ন্ত কাজ চলমান থাকবে।’
উল্লেখ্য, গত ৯ আগস্ট ফতুল্লা ডিএনডি এলাকায় পরিদর্শনে আসেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। পরিদর্শন করে তিনি কথা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ খরচে তিনি ভেকু লাগিয়ে খাল পরিষ্কার করবেন। নিজ অর্থায়নে ভেকু লাগিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় তিনি এখন নারায়ণগঞ্জবাসীর প্রশংসায় ভাসছেন।