সারাদেশ

যানজট নিরসনে আবারও ভলেন্টিয়ারদের ওপর অটোচালকদের হামলা

শহরের যানজট নিরসনে কাজ করা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও মডেল গ্রুপের দেওয়া ভলেন্টিয়ারদের উপর হামলা ও মারধর করেছে অটোরিক্সা চালকরা। এই হামলায় বেশ কয়েকজন ভলেন্টিয়ার ও ৫ জন অটোচালক আহত হয়েছেন।

হামলার পর ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

চালকদের অভিযোগ, অটো চাষাড়ায় ঢুকলে শিক্ষার্থী নামক কিছু পশু আমাদের অটোর চাক্কা ফুটো করে দেয়। আজকে ওরা মানুষ হইলে একজনকে রড ঢুকিয়ে দিতে পারে না। ওরা হুমকি দিয়েছে চাষাড়া গেলে একেকটা অটোচালককে উল্টো ঝুলিয়ে পিটাবে। এবং চানমারি আসলে রিকশা ও ব্যাটারি আগুনে জ্বালিয়ে দিবে। তার জন্য আমরা সড়ক অবরোধ করছি। 

এদিকে বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনেও যানজট নিরসনের দায়িত্বে থাকা যানজট নিরসন কর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন ইজিবাইক চালকরা। 

Leave a Reply

Back to top button