সারাদেশ

মৌমিতা বাসের চাপায় নিহত ১, বাসে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বেপরোয়া বাসের চাপায় মোজাম্মেল (৫০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরো ২ জন।

পরে বাসটিতে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। যার ফলে দুই দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সোমবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম জানান, দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের সামনে মৌমিতা বাস একটি অটোরিকসাকে ধাক্কা দেয়। এসময় মোজাম্মেল নামে একজন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়ে ২ জন চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, দূর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসটির চালক ও তার সহযোগী। যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিতে অগ্নিসংযোগ করে এলাকার বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় জড়িত বাসচালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Back to top button