‘মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে নেতাকর্মীদের তথ্য দিন’
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, কুতুবপুরের উন্নয়নের জন্য শামীম ওসমান অক্লান্ত পরিশ্রম করছেন। এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও পরিশ্রম করছেন। এ এলাকার প্রধান সমস্যা ছিলো ডিএনডি সমস্যা। ময়লা পানিতে এ এলাকার অনেক মানুষ নিমজ্জিত থাকতো। সেই ডিএনডি সমস্যা সমাধান করেছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহযোগিতায়।
শনিবার (২ মার্চ) বিকেলে সময় সকাল ডটকম অনলাইন নিউজ পোর্টালের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, পুরষ্কার বিতরণী এবং আলোচনা সভায় প্রধান বক্তা’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শামীম ওসমান একটা স্লোগান তৈরি করেছেন তার নাম প্রত্যাশা। সে প্রত্যাশার জায়গাটা হচ্ছে মাদক-চাঁদাবাজ-ইভটিজিং ও ভ’ম্যিদস্যু মুক্ত সমাজ তৈরি করা। বর্তমান সমাজের মাদকের অবস্থা ভয়াবহ। দেখা যাচ্ছে ছেলেরা স্কুলে যাচ্ছে যখন মাদক ওদের কাছে চলে আসবে ওরা মাদকাসক্ত হবে। মাদকে যারা আসক্ত থাকে ওরা বখাটে ছেলে। ওরা মেয়েদের ইভটিজিং করে। এ জন্য শামীম ওসমান মাদক-ইভটিজিংমুক্ত করতে ব্যাপকভাবে আপনাদের সহযোগিতা চেয়েছেন।
নিজাম বলেন, এ এলাকায় যারা মাদকের সাথে সম্পৃক্ত, কারা সন্ত্রাসী, কারা আমাদের মেয়েদের ইভটিজিং করে, কারা আমাদের মেয়েদের স্কুলে যেতে দেয় না তাদের বিরুদ্ধে আমাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বলবেন। তাদের মাধ্যমে যদি আমরা এ সংবাদ পাই আমরা সুন্দর সমাজ গড়তে পাড়বো। একটা সুন্দর পরিবার হলে একটা সুন্দর সমাজ হবে। একটা সুন্দর সমাজ হলে সুন্দর একটা রাষ্ট্র হবে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
সময় সকাল ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর ভারপ্রাপ্ত সভাপতি এড. রাশেদ ভূইয়া’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সাম্পাদক ভিপি বাদল, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এড. মো. ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়মী লীগের সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মো. মোজাম্মেল হোসেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নাছির প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডি.এম আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আবু সাঈদ মাদবর, সময় সকার ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা মো. কাজী মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান সোহেলসহ গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিবাবকগণ।