সারাদেশ
মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড

রূপগঞ্জের মাদক মামলায় এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আর দুই বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম ফাহিম ইসলাম। সে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার খোকন মোল্লার ছেলে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২৪ সালের ২৮ মার্চ বিকেলে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেট এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ফাহিম ইসলাম মোল্লা নামে একজনকে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন আটক করে। পরে এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।