সারাদেশ

মা-বাবার পর চলে গেল মেয়ে মুন্নি

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মা-বাবার পর না ফেরার দেশে চলে গেল ১৪ বছর বয়সী মেয়ে মুন্নি।

সোমবার রাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয় মুন্নির। এ নিয়ে একই পরিবারের তিনজন না ফেরার দেশে পাড়ি জমাল। এ ঘটনায় মুন্নির আরও দুই বোন হাসপাতালে চিকিৎসাধীন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ সেপ্টেম্বর ভোরে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হন। ঘটনার পর তাদের সবাইকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গত ৭ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুন্নির বাবা মানব চৌধুরী মারা যান। এর পরদিন ৮ সেপ্টেম্বর, তার মা বাচা চৌধুরীও মারা যান।

Leave a Reply

Back to top button