সারাদেশ

মনোনয়নে শতভাগ আশাবাদী মান্নান

নমিনেশন যে কেউ চাইতে পারে এখানে আমার বাঁধা নেই। আমি বলবো না আমিও যে নমিনেশন পাইবো। নারায়ণগঞ্জ-৩ (সিদ্বিরগঞ্জ-সোনারগাঁ) আসনে দল যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে তার নির্বাচন করবো। পাস ফেইল আল্লাহ’র হাতে। ১৯৭৮ সাল থেকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল গঠন করে তখন থেকে আমি দলের কাজ করছি। যদি আল্লাহ আমার উপর দয়া করে নমিনেশনের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের একটি গনমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান একথা বলেন।

গেল বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোনারগাঁ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকে একত্র করে এক ছাতার নিচে ধরে রেখেছেন আজহারুল ইসলাম মান্নান। চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজির কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। বর্তমানে নেতাকর্মীদের ভালোবাসা তার প্রতি বেড়েছে দিগুন। আগামী দিনের জনগণের সেবক হিসেবে নেতাকর্মীরা এখন মান্নানের উপরই ভরসা রাখতে চান। 

আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ের একটি অংশ। ১/১১ এর ফখরুদ্দিন মঈনউদ্দীনের আমলে সোনারগাঁয়ের বিএনপির ঝাণ্ডা ধরেছিলেন তিনি। সে সময় তাকে দমিয়ে রাখতে মামলা করা হয়েছিলো ৩০টির বেশি। এরপর স্বৈরাচারি সরকার শেখ হাসিনার আমলে গত ১৬ বছর  ৪০টি মামলায় জেল জুলুম ও হামলা মামলা নির্যাতনের পরেও রাজপথের আন্দোলনে বহাল ছিলেন বিএনপির এই ত্যাগী নেতা। উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলেও চেয়ারে বসতে পারেননি এক বছরও। বিভিন্ন মামলায় দেখিয়ে বহিষ্কার করা হয়েছে ৬ বার। তবুও সরকারি দল আওয়ামীলীগ কিংবা জাতীয় পার্টির এমপির সঙ্গে আতাত করে চেয়ারম্যানের চেয়ারে বসে থাকার চেষ্টাও করেননি রাজপথের আপোষহীন নেতা মান্নান।  সোনারগাঁবাসী বলছে, দল থেকে যদি তাকে নমিনেশন দেওয়া হয় বিজয় সময়ের ব্যাপার। 

 

 

Leave a Reply

Back to top button