ভাষা নিয়ে সংগ্রাম চলছে বহুবছর সমাপ্তি হয়েছে ৭১ এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে- সেন্টু চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেন, ভাষা নিয়ে সংগ্রাম চলছে বহুবছর সমাপ্তি হয়েছে ৭১ এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। পৃথিবীর বুকে নজিরবিহীন দেশ হলো বাংলাদেশ যারা ভাষার জন্য যুদ্ধ করেছে। আমরা সেই দেশের নাগরিক হয়ে নিজেকে গর্ববোধ করি। তাই সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
রবিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে এক বিবৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর সময় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিবৃতিতে আরও বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।