‘ব্যানার ফেস্টুন ছিঁড়ে গিয়াস উদ্দিনের স্থান মুছা যাবে না’

ব্যানার ফেস্টুন ছিঁড়ে সোনারগাঁয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের স্থান মুছতে পারবেন না’ বলে মন্তব্য করেছেন সোনাগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন। তিনি বলেন, “গিয়াস ভাইয়ের যারা ব্যানার ফেস্টুন লাগাচ্ছেন তারা দয়া করে মোবাইলে ভিডিও করবেন। আমরা কোনো দ্বন্দ্বে যেতে চাই না। আমাদের কাছে যদি প্রমাণ আসে কিভাবে ছিড়ছেন; আমরা ছিড়বো না, সময়মতো আপনাদের বুঝিয়ে দিবো।”
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন মঙ্গলের গা বটতলা বাজারে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ থানা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।