সারাদেশ
বুধবার নারায়ণগঞ্জে আসছেন আসিফ নজরুল

বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে ই-বেইলবন্ড অনুষ্ঠানের উদ্বোধন করতে বুধবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জে আসবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল।
বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ জেলার সার্কিট হাউজে ই-বেইলবন্ড অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এ সময় আরও উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
জানা যায়, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাগবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছেন। যা বিচারপ্রার্থী কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে।