সারাদেশ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জে যুব সমাবেশ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়মের সমাধি মাঠে  যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রাফি উদ্দিন রিয়াদ, সদস্য সাইফুল ইসলাম আপনসহমহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

যুব সমাবেশ শেষে বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের ৩১দফা রাষ্ট্র বাস্তবায়নে লিফলেট জনসাধারণ, দোকানদার, পথচারী, রিক্সা চালকদের মাঝে বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।

 

Leave a Reply

Back to top button