সারাদেশ

বিএনপির সমাবেশ নিয়ে যা বললেন আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধূরি আবদুল্লাহ আল মামুন বলেছেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার  নিদর্শন সবসময় স্থাপন করে। আমরা একাততা প্রকাশ করে এ উৎসবে মিলিত হতে এখানে এসেছি। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।

শনিবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পূজায় অনাকাঙ্খিত ঘটনার আশংকা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা এখনো শঙ্কার অনুভব করছি না। সব জায়গায় দূর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি গতবারের মতো চমৎকারভাবে এখানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিএনপির ২৮ তারিখের সমাবেশের ব্যাপারে তিনি বলেন, তাদের রাজনীতি কর্মসূচি তারা রাজনীতিকভাবে করবে। জনগনের জানমালের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। কেউ যদি জনগনের জানমালের নিরাপত্তা ব্যবস্থা হুমকির চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, মিশনজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

Back to top button