সারাদেশ

বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করে না: রনি

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, ‘বর্তমান সরকার এমন পর্যায়ে রেখেছে হাজার টাকা বাসায় নিতে পারি না। কারণ, মানুষের ভিতরে এমন বিষ দেওয়া হয়েছে আমরা এখন ভারতের খাদ্যদ্রব্য ব্যবহার করছি। আবার চিকিৎসা করার জন্যও ভারত যাচ্ছি। বর্তমানে বিএনপি যে সিদ্বান্ত নিয়েছে তা সঠিক সিদ্বান্ত। আমরা ভারতের পন্য ব্যবহার করবো না। আমরা ভারতের কোনো কাঁচামাল খাবো না। এগুলো সম্পন্ন বিষ।’

আজ শনিবার কুতুবপুরে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি ক্ষমতায় আসার জন্য আন্দোলন করে না মন্তব্য করে রনি বলেন, ‘সরকার যদি মনে করে সাধারণ জনগণ সরকারকে প্রতিহত করার জন্য বিএনপি একাই আন্দোলন করবে এটা তাদের ভুল ধারনা। বিএনপি কখনো ক্ষমতায় আসার জন্য আন্দোলন করে না। তারেক রহমানের কথা একটাই আমার বাবা জিয়াউর রহমান দল গঠন করেছেন, সেই দল জনগণের জন্য কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আজকে যে পর্যায়ে এসেছে আমরা এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কারণ, এখন ঐক্যের কোনো বিকল্প নাই।’

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদূল ইসলাম টিটু। এতে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

Back to top button