বার নির্বাচনে নীল-সবুজ প্যানেলের জমজমাট প্রচারণা

২৮ আগষ্ট অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সবুজ প্যানেলের প্রার্থীদের পক্ষে স্লোগানে মুখর হয়ে উঠেছে আদালত অঙ্গন।
বুধবার (২০ আগষ্ট) দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্য প্রার্থীরা হলেন—সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী আ. গাফফার, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট শাহ্জাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট মামুন মাহমুদ মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও এই প্যানেলের সদস্য পদের প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট মো. তেহসিন হাসান (দিলু), অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট আবু রায়হান।
এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সবুজ প্যানেলের সভাপতি পদে রয়েছেন এড. হাফিজ মোল্লা, সাধারণ সম্পাদক পদে এড. মাঈনুদ্দিন। বাকিরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল-আমীন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম দিপু, এড. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত ৭ আগস্ট আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। অন্যরা হলেন- এডভোকেট বোরহানউদ্দিন সরকার, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, এডভোকেট আবু বকর সিদ্দিক, এডভোকেট সুমন মিয়া ও এডভোকেট মতিউর রহমান মতিন। ৩ শতদের আপিল বোর্ডের প্রধান হলেন এডভোকেট নবী হোসেন। বাকি দুইজন হলেন এডভোকেট আজিজুল হক হান্টু ও অ্যাডভোকেট মনজুরুল হক খান।