বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, মাথা উঁচু করে যখন আমরা দাড়িয়ে গিয়েছি তখন পৃথিবীর বড় বড় শকুনদের চোখ পড়েছে। জানি ওনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আঘাত করার চেষ্টা করা হবে। কিছু হবে না। ২১ বার আঘাত করা হয়েছিল। মরে নাই। ওই ইবলিসরা ওইটাও বুঝে না।রাখে আল্লাহ মারে কে।
বীর বাঙ্গালী ঐক্য গড় বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে শনিবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দাড়িয়ে ওরা (বিএনপি) হুঙ্কার দেয়। আর সহ্য করবো না। প্রয়োজনে আওয়ামীলীগের পদ ছেড়ে দিবো। দলের কোন পেস্টে থাকবো না। আমাদেরকে গালি দেন, যারা আমাদের মেরেছেন ১৪ বছরে তাদের গয়ে ফুলের টোকা দেই নাই। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, জাতির পিতাকে নিয়ে যে অশ্লীল ভাষায় নারায়ণগঞ্জে গালি দিচ্ছে, আমরা এটা মেনে নিতে পারি না।
তিনি আরও বলেন, আমাদেরকে মারলে কারো কাছে বিচার দিবো না। আমাদের পুলিশ দরকার নাই। কিন্তু নারায়ণগঞ্জে আমাদের আশ্রয় প্রশ্রয়ে কিছু মোশতাক আছে। তারা যদি ভাবেন ভালো থাকবেন, সুখে থাকবেন, আওয়ামীললীগ ক্ষমতায় আসবে কি না। আজকে আমার ভাইয়ের (স্বরাষ্ট্রমন্ত্রী) দোয়ায় বলতে চাই। আমি থাকবো কি থাকবো না। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, একজন এমপি ছিল (গিয়াস উদ্দিন)। এমপি হওয়ার আগে ছিল আওয়ামীলীগ, এরআগে করতো জাতীয়পাটি, এরপর আবার আওয়ামীলীগ। এখন বিএনপিতে। রাজনীতির ভাষায় এদের বলা পলিটিক্যাল পোস্টিটিউট। এদের কোন আদর্শ নাই। চোরে চোর চিনে। বিএনপির ভালো মানুষ লাথি খেয়ে চলে গেছে। তারেক রহমান এদের (গিয়াস উদ্দিন) দলে নিয়েছে। তারা খুন খারাবি করার চেষ্টা করবে, করেন। আমাদের মতো শ্লোগান দেন, ভদ্রভাবে রাজনীতি করতে চান করেন। কিন্তু আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি, আজকের পর থেকে যদি জাতির পিতা কিংবা জাতির পিতার কণ্যাকে নিয়ে কোন অশ্লীল গালি দিয়ে শ্লোগান দেয়া হয়। আমরা কি ছেড়ে দিবো। তখন সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা চিৎকার করে বলেন না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জি. এম .আরমান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ প্রমুখ।