বন্দরে ১৮০০ পিস ইয়াবাসহ আটক ২

বন্দরে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে জাহাঙ্গীর আলম (৫৮) ও মো. রফিক (৩৮) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলম (৫৮) কুমিল্লার সদর দক্ষিণ থানার নোওয়াপাড়া গ্রামের হাজী মো. আলী নোয়াজের ছেলে এবং মো. রফিক (৩৮) সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার রাজা মিয়ার ছেলে।
এর আগে, রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর শরিফুল হাসান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ১ হাজার ইয়াবা ও একটি মোবাইল ফোন এবং রফিকের হেফাজত থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।