সারাদেশ

বন্দরে মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

মহাসপ্তমীতে বন্দর উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে তিনি বন্দর উপজেলার শ্রী শ্রী ব্রহ্মময়ী মন্দির ও উপাসনালয়, শ্রী শ্রী দুর্গা মন্দির পঞ্চায়েত কমিটি, শ্রী শ্রী লক্ষাকালী মন্দির ও রাজাঘাট বেনী মাধব ব্রহ্মচারী সমাধি মন্দির পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক খোঁজ-খবর নেন এবং সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পূজা উদযাপন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি মণ্ডপ কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।

জেলা প্রশাসক মণ্ডপগুলোর সামগ্রিক পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার প্রশংসা করে বলেন, আমাদের সকল বিভাগ পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। মানুষ অনেক উদ্দীপনা ও আকাঙ্ক্ষা নিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছে। এটাই আমাদের বাংলাদেশ। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জনাব কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) জনাব নাঈমা ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার,বন্দর, সহকারী কমিশনার(ভূমি), বন্দর, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান এবং পূজামণ্ডপগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Back to top button