বন্দরে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর বন্দরের একটি ডোবা থেকে সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সামছুল হক পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ‘সমরক্ষেত্র ৭১’-এর পাশের মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বন্ধু সবুজকে (৩০) আটক করা হয়েছে।
আটক সবুজ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কবিলের মোড় এলাকায় তার বোনের বাসায় বসবাস করছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার পর থেকে সামছুল হক নিখোঁজ ছিলেন। এর আগের রাতে সামছুল হক তার বন্ধু সবুজকে একটি মোবাইল ফোন বিক্রি করেন। কিন্তু মোবাইলটি নষ্ট থাকায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।