সারাদেশ

বন্দরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা, একটি চাপাতি ও একটি লোহার ছেনদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাদপুর দেওয়ানবাগ বন্দর স্টিল মিল গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলো বন্দরের বঙ্গশাসন এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে খায়রুল বাদশা (৩২), তার বড়ভাই সোহেল (৩৫), আব্দুল হকের ছেলে মো. ইমন (২৪), মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (৩৫), জাহের মিয়ার ছেলে মো. রবিন (৩২) এবং হাসেদা বেগমের ছেলে মেহেদী হাসান (২৮)।

পুলিশ জানায়,তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছেন। এ ঘটনায় বন্দর থানায় তাদের বিরুদ্ধে ডাকাতি সংঘটনের প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Back to top button