সারাদেশ
বন্দরে আ.লীগ নেতা রবিন গ্রেপ্তার

বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রবিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রবিন বন্দর ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বন্দরের খেয়াঘাট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় রবিনও সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, বুধবার রাতে কাইতাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।