সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বৃহস্পতিবার (২১ আগস্ট) বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। আব্দুল মোনেম লিমিটেডের সেন্ট্রাল ওয়ার্কশপের শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে এ কর্মসূচী পালন করে।

শ্রমিকরা জানায়, জাঙ্গাল এলাকায় অবস্থিত আব্দুল মোনেম লিমিটেডের সেন্ট্রাল ওয়ার্কশপে সিকিউরিটি গার্ডসহ শতাধিক শ্রমিক কর্মরত আছেন। কর্তৃপক্ষ গত ছয় মাস ধরে বেতন প্রদানের আশ্বাস দিলেও এখনো তা পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিরুপায় হয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

 

Leave a Reply

Back to top button