সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে রুপসী গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

৩ মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রুপসী গার্মেন্টস এর শ্রমিক-কর্মচারিরা।

১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে শ্রমিকরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে ২নং রেলগেট হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় রূপসী গার্মেন্টস এর শ্রমিক রোজিনার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফতুল্লা থানা শাখার সহ সভাপতি অহিদুর রহমান, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ড ভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক আকন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়নগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার, শ্রমিক নেতা সালাউদ্দিন, রুপসী গার্মেন্টস এর শ্রমিক রাজিয়া, তামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা অনতিবিলম্বে শ্রমিকদের বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে নারায়ণগঞ্জ শিল্প নগরীকে অচল করে দেয়ার হুশিয়ারি দেন।

Back to top button