ফতুল্লার সেই বিএনপি নেতা ইব্রাহিমের পরিবারের পাশে মামুন মাহমুদ

২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে পুলিশের হামলায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর নিহত ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি নেতা ইব্রাহিমের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শুক্রবার (৩ অক্টোবর) বিএনপি নেতা ইব্রাহিমের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন।
এসময় মামুন মাহমুদ বলেন, ইব্রাহিম গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইব্রাহিমের পরিবারের পাশে রয়েছেন। আমরাও তার পরিবারের সুবিধা ও অসুবিধায় পাশে থাকবো।
এসময় তার সাথে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলায় গুরুতর আহত হন ইব্রাহিম। এরপর তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের ২১ সেপ্টেম্বর রাতে ইব্রাহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।