সারাদেশ

ফতুল্লায় পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা তরুণ

বাংলাদেশের নাগরিক সেজে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণ। আটক তরুণের নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছ।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দালালের মাধ্যমে রোহিঙ্গা তরুণ বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এ কাজে জড়িত, কারা কাগজপত্র জোগাড় করে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Back to top button