সারাদেশ
ফতুল্লা ইউপি উপ নির্বাচনে ভোটারদের আস্থায় মীর সোহেল আলী
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। চেয়ারম্যান শূন্য গুরুত্ব্পূর্ণ এই ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান হওয়ার দৌড়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। তবে সব প্রার্থীকে ভোটারের দ্বারে দ্বারে দেখা না গেলেও দেখা মিলছে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর।
এদিকে, ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়াও দলের বাইরে থেকেও নির্বাচনে অংশ নেয়ার প্রস্ততি নিচ্ছেন একাধিক ব্যক্তি। ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম বেশ আলোচিত হচ্ছে। তবে ফতুল্লা ইউনিয়নবাসী স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ক্লিন ইমেজের জনবান্ধব এবং গ্রহণযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাচ্ছেন। সেই তালিকায় ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
এছাড়াও প্রার্থীদের তালিকায় রয়েছেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক, থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার কাজী মাঈন উদ্দিন, যুবলীগ নেতা আজমত আলীসহ বেশ কয়েকজন প্রার্থী।
অনুসন্ধানে জানা গেছে, ভোটের মাঠে ফতুল্লা ইউনিয়নবাসীর কাছে ক্লিন ইমেজের মানুষ হিসেবে আলাদা গ্রহনযোগ্যতা রয়েছে মীর সোহেল আলীর। দলমত নির্বিশেষে তিনি অধিকাংশের পছন্দের ব্যক্তি। অতীতেও চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি। সেবার স্থানীয় সাংসদের নির্দেশে নির্বাচনে অংশগ্রহন করা থেকে বিরত থাকেন মীর সোহেল আলী। তবে, এবারের উপ নির্বাচনকে ঘিরে সাধারন ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। ভোটাররাও যেকোন মূল্যে নিজেদের চেয়ারম্যান হিসেবে মীর সোহেল আলীকে দেখতে চায়। কারন সাধারন মানুষের সুখ-দুঃখের সার্বক্ষনিক সঙ্গী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। সাধারন মানুষের যেকোন প্রকারের সাহায্য সহযোগিতায় মীর সোহেল আলী বরাবরই প্রথমে থাকেন বলে জানান সাধারন ভোটাররা।
ভোটারদের দাবী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনটি হস্তক্ষেপবিহীন একটি সুষ্ঠ নির্বাচন হউক। যেখানে আমরা আমাদের মনমতো একজন প্রার্থীকে মুল্যবান ভোটের মাধ্যমে আগামী দিনের জন্য আমাদের অভিভাবক হিসেবে নির্বাচিত করবো। যার মাধ্যমে আমরা আমাদের সকল সমস্যা সমাধান পাবো বলে আশা করি।