সারাদেশ

প্রেমের প্রলোভনে ধর্ষণ, ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

সিদ্বিরগঞ্জে ফয়সাল আহম্মেদ (৩৪) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) ভোরে আড়াইহাজার থানার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ভুয়া সেনা আইডি কার্ড, আর্মি ব্যাগপ্যাক, সেনা রঙের টি-শার্ট ও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেফতার ফয়সাল নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ফয়সাল আহম্মেদ বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনম্যান্টের ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এক বছর আগে ভুক্তভোগি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। চলতি মাসের ৯ আগস্ট ১ লাখ টাকা আত্মসাৎ করে ময়মনসিংহে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল। কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার নির্যাতনও চালায়।

এক পর্যায়ে প্রবাসী স্বামীকে তালাক দেয়ার জন্য ফয়সাল ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করেন। পরে ভুক্তভোগী নারী ফয়সালের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং সেখান থেকে উদ্ধার পাবার জন্য ২১ আগষ্ট মুঠোফোনে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর ওই নারীর পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তা চাইলে পুলিশ ফয়সালকে গ্রেফতার ও নারীকে উদ্ধারে অভিযান চালায়।

ওসি শাহিনূর আলম বলেন, গ্রেফতার ফয়সাল আহম্মেদ একজন প্রতারক। তিনি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগি নারীর সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এর আগেও তিনি এমন ঘটনা ঘটিয়েছে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় নারীকে উদ্ধার করার পাশাপাশি আসামিকে গ্রেফতার করে আজ আদালতে পাঠিয়েছি।

 

Leave a Reply

Back to top button