সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপির র‌্যালী‌তে নেতাকর্মীর ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির র‌্যালীতে নেতাকর্মীর ঢল নেমেছে। বিএনপির এই র‌্যালী সফল করতে জেলার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়। 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকা থেকে একটি র‌্যালি রবর হয়। র‌্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ঘুরে ভূইগড় বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, মাশুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button