সারাদেশ

পূজামন্ডপে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের

জেলা বিএনপির আওতাধীন ৫টি উপজেলা ও ৫টি পৌরসভার প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা ও আর্থিক সহযোগিতাসহ যেকোনো ধরনের সহযোগিতা নিজ উদ্যোগে নিরবে নিভৃতে করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। 

মামুন মাহমুদ বলেন, গত বছর আমি সিদ্বিরগঞ্জের ৬টি পূজামন্ডপ পরিদর্শন করে যতটুকু সহযোগিতা করার করেছি। প্রত্যেকটি পূজামন্ডপে গিয়ে বলেছিলাম, দশমীর দিন যেনো পুরান কাপড় পড়ে আসতে না হয় সে ব্যবস্থা আমি করবো। আমি সেটা করে দিয়েছিলাম। এবার তাদেরকে শুক্রবার আমার বাসায় দাওয়াত করেছি; তাদের সাথে মতবিনিময় করবো এবং তাদের কথাগুলো শুনবো। 

এসময় আরও উপস্থিত ছিলেন নবাগত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, সদর উপজেলা ইউএনও তাছলিমা শিরিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসেকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপি আহ্বায়ক এড সাখাওত হোসেন খান, মহানগর সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা ও জেলা পর্যায় পূজা কমিটির সভাপতি সদস্যরা।

 

Leave a Reply

Back to top button